নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে দেশ হবে জুয়াড়ি, সন্ত্রাস ও মাদকমুক্ত। দেশে কোনো চাঁদাবাজ, ইভটিজার ও মাদক ব্যবসায়ী থাকবে না। তার আমলে শিক্ষা ক্ষেত্রেও আমূল পরির্বতন ঘটেছে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই বিনামূল্যে বই পেয়েছে।’
বুধবার সোনাইমুড়ীর জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘শিক্ষার গুণগত মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক বেল্লাল হোসেন পাটোয়ারী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, জয়াগ মহাবিদ্যালয় সভাপতি মো. ফারুকুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বিডি-প্রতিদিন/শফিক