দিনাজপুরের নবাবগঞ্জে আশুড়ার বিলে কৃষি উন্নয়ন করপোরেশনের সেচ প্রকল্পের অধীনে নির্মিত ক্রস ড্যামের বাঁধ কাটার অভিযোগে ইউপি সদস্য সোহেল রানাকে আটক করেছে পুলিশ। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ক্রস ড্যামের আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুন নাহার।
এ ঘটনায় দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক আবু সালেহ মো.মাহ্ফুজুল আলম, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
বুধবার ভোরে নবাবগঞ্জ উপজেলার হরিপুর গ্রাম থেকে ওই ইউপি সদস্য সোহেল রানাকে আটক করা হয় এবং জেলহাজতে পাঠানো হয়। আটক সোহেল রানা নবাবগঞ্জের গোলাপগঞ্জ ইউনিয়নের বর্তমান ৩ নং হরিপুর ওয়ার্ডের ইউপি সদস্য।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নবাবগঞ্জ উপজেলা সহকারি প্রকৌশলী রাশেদুজ্জামান বাঁধ কাটা ও সরকারি সম্পদ নষ্ট করার অভিযোগ এনে ১৭ জনের নাম উল্লেখ এবং ৫ থেকে ৬শ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে।
স্থানীয় কয়েকজন বলেন, আশুড়ার বিলের পাশে প্রায় ১৯ হেক্টর জমিতে আমন ও ইরি ধান চাষ করা হতো। ১৯৪৪ সাল থেকে গ্রামবাসী এই জমিগুলো ভোগদখল করে আসছিল।
এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনা (ভূমি) মো.আল মামুন বলেন, আশুড়ার বিলের পাশের জমিগুলো সরকারের খাস জমি। গ্রামবাসীদের দাবি ভিত্তিহীন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুন নাহার বলেন, বাঁধ কাটার অভিযোগে মামলা এবং এ মামলায় একজনকে আটক করা হয়। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ক্রস ড্যামের আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উল্লেখ্য, নবাবগঞ্জের শেখ রাসেল জাতীয় উদ্যানের পাশে আশুড়ার বিলের পানি ধরে রাখার জন্য কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সেচ প্রকল্পের অধীনে ১৮ লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয়ে ক্রস ড্যামটি নির্মাণ করে। এটি নির্মাণের শুরু থেকেই বিলের পাশ্ববতী হরিপুর গ্রামবাসীরা বাঁধদিয়ে আসছিল। এ নিয়ে তারা গত ৫ আগষ্ট মানববন্ধনও করে তারা। সর্বশেষ গত সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে গ্রামবাসীরা এসে বাঁধটি কেটে দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার