২০ জানুয়ারি, ২০২০ ১৩:০২

কিশোরগঞ্জ কালেক্টরেটে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ কালেক্টরেটে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি

তৃতীয় শ্রেণির কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদ পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নীতকরণের দাবিতে কিশোরগঞ্জ কালেক্টরেটে কর্মবিরতি পালিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালিত হয়।

এ সময় কর্মচারীরা কালেক্টরেটের দ্বিতীয় তলায় সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ কালেক্টরেট তৃতীয় শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি অরূপ কুমার দাস, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, শফিকুর রহমান, আবু ইউসুফ মো. মহসিন, মাহবুব হাসান প্রমুখ।

বক্তারা অবিলম্বে দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন।

এ দাবিতে আগামীকাল মঙ্গলবার একইভাবে দুই ঘণ্টা কর্মবিরতি পালিত হবে। এছাড়া ২২ ও ২৩ জানুয়ারি ৩ ঘন্টা, ২৭ ও ২৮ জানুয়ারি ৪ ঘন্টা, ২৫-২৭ ফেব্রুয়ারি পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২৮ মার্চ ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা জানান। 

কালেক্টরেট ছাড়াও একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়েও তৃতীয় শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি পালন করেন বলে জানা গেছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর