২০ জানুয়ারি, ২০২০ ১৫:১৭

বরিশালে ১৫ দফা দাবিতে বস্তিবাসী ইউনিয়নের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ১৫ দফা দাবিতে বস্তিবাসী ইউনিয়নের বিক্ষোভ

বস্তিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে এবং স্ব-স্ব স্থানে বস্তিবাসীদের জমি বন্দোবস্তসহ ১৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন তারা। 

বস্তিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে এবং স্ব-স্ব স্থানে বস্তিবাসীদের জমি বন্দোবস্ত সহ ১৫ দফা দাবিতে জেলা বস্তিবাসী ইউনিয়নের ব্যানারে সোমবার সকালে নগরীর পলাশপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বস্তিবাসী ইউনিয়নের নেতা অ্যাডভোকেট একে আজাদসহ অন্যান্যরা। 

বক্তারা তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে একই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন তারা।

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর