খুলনার বটিয়াঘাটায় রিপন রায় (১৯) নামের এক যুবককে হত্যার দায়ে ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল।
সোমবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বটিয়াঘাটা উপজেলার মনিরুজ্জামান ঘরামী, একই এলাকার হুমায়ুন সরদার, গাওঘরা গ্রামের জাহাঙ্গীর সরদার, এনামুল শেখ, কাদের শেখ ও পিন্টু শেখ।
পুলিশ জানায়, ২০০৭ সালের ১ এপ্রিল রাতে বটিয়াঘাটা উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের রাম প্রসাদ রায়ের ছেলে রিপনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরদিন সকালে বৃত্তি খলশীবুনিয়া এলাকার সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় ২ এপ্রিল রিপনের বাবা বাদি হয়ে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় অপর দুই আসামিকে বেকসুর খালাশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন