বরিশাল নগরীর পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ রাজু (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত মধ্যরাতে কাউনিয়া থানা পুলিশ ওই অভিযান চালায়।
অভিযানে আটক মোহাম্মদ রাজু পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
থানার এএসআই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোহাম্মদ রাজুকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম