২১ জানুয়ারি, ২০২০ ১৪:১৯

মাদারীপুরে দুই দিনব্যাপী তথ্যমেলা

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে দুই দিনব্যাপী তথ্যমেলা

তথ্যের অবাদ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে মাদারীপুর জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সিপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র যৌথ উদ্যোগে দুই দিন ব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মাদারীপুর পৌর শহরের স্বাধীনতা অঙ্গনে মেলার উদ্বোধন করা হয়।

দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া, সনাকের সভাপতি খান মো. শহীদ, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুর রহমান এরিয়া ম্যানেজার প্রকাশ কুমার বিশ্বাস, স্বচ্ছতার জন্যে নাগরিক (স্বজন)-এর সহ-সমন্বয়ক সাগর হোসেন তামিম প্রমুখ। মেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের ২৫টি স্টলে তাদের বিভিন্ন তথ্য তুলে ধরেন। মেলায় টিআইবির ইয়েস গ্রুপের সদস্যরা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তথ্য অধিকার আইনের তথ্য প্রাপ্তির জন্যে ‘তথ্য অধিকার ফরম’ হাতে-কলমে শিখানো হবে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর