পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে সারা দেশের মতো বরিশালেও কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করেছেন জেলা কালেক্টরেট সহকারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২ ঘন্টার কর্মসূচি পালন করেন তারা।
বরিশালের কর্মসূচি চলাকালে জেলা কালেক্টরেট সহকারী সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান ও সাধারন সম্পাদক বারেক মোল্লাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, ২০১১ সালে প্রধানমন্ত্রী তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এরপর দির্ঘদিন অতিবাহিত হলেও তাদের দাবি বাস্তবায়ন হয়নি। এজন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেন কালেক্টরেট সহকারীরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার