২২ জানুয়ারি, ২০২০ ২০:০৩

বাংলাবান্ধায় অ্যাজমা ও শ্বাসকষ্ট রোগীদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প

পঞ্চগড় প্রতিনিধি :

বাংলাবান্ধায় অ্যাজমা ও শ্বাসকষ্ট রোগীদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প

তেঁতুলিয়ার বাংলাবান্ধায় অনুষ্ঠিত হলো অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প। এসময় চিকিৎসা নিতে আসা প্রায় তিন শতাধিক রোগীকে শ্বাসের ব্যায়াম, খাদ্যাভাস, বিকল্প জীবিকা এবং বিশেষজ্ঞ পরামর্শও দেয়া হয়। বুধবার শীত উপেক্ষা করে রোগীরা আসেন এই হেলথ ক্যাম্পে।

বিনামূল্যে ফুসফুসের কার্যক্ষমতা পরিমাপ (স্পাইরোমেট্রি), ব্ল্যাড প্রেশার, ব্ল্যাড সুগার ইত্যাদি পরীক্ষা করে তাৎক্ষণিক রিপোর্ট প্রদান করাসহ বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। হেলথ ক্যাম্পের শুরুতে পাথর শ্রমিকদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ধুলোবালি তথা অস্বাস্থ্যকর পরিবেশ কীভাবে ফুসফুসের ক্ষতি করছে, প্রজেক্টরে তা সচিত্র তুলে ধরেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। 

বাংলাবান্ধা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই হেলথ ক্যাম্প ও সেমিনারের আয়োজন করে সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত তেঁতুলিয়া। সংগঠনটির প্রতিষ্ঠাতা আতাউর রহমান কাবুলের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ও বাংলাদেশ প্রাইমারি কেয়ার রেসপিরেটরি সোসাইটির (বিপিসিআরএস) সাধারণ সম্পাদক ডা. এস এম রওশন আলম। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর