২২ জানুয়ারি, ২০২০ ২০:৪৩

জামালপুরে বিনা'র কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে বিনা'র কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল বোরোধান বিনা ১৪ এর উৎপাদন কৌশল ও কৃষি প্রযুক্তিসমূহের পরিচিতি শীর্ষক কৃষক প্রশিক্ষণ জামালপুরে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জামালপুর বিনা উপকেন্দ্রের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণে বিনা’র প্রশিক্ষণ ও পরিকল্পনা বিভাগের পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা মহাপরিচালক ড.বীরেশ কুমার গোস্বামী। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. তরিকুল ইসলাম, জেলা বীজ প্রতয়ন কর্মকর্তা সাইফুল আজম খান, বিনা’র জামালপুর উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান খান।   

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিনা জামালপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আক্রাম। প্রশিক্ষণে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল বোরধান বিনা ১৪ চাষের বিস্তারিত কৌশল শেখানোর পাশাপশি কৃষি প্রযুক্তির পরিচিতি ও ব্যবহার সম্পর্কে ধারনা দেওয়া হয়। জামালপুরের ৭০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে বিনা ১৪ জাতের ধানের বীজ বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে বিনার কর্মকর্তারা বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর