সীমান্তে অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান বন্ধে জামালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বিজিবি ৩৫ ব্যাটালিয়ন।
শনিবার দুপুরে জামালপুর ৩৫ বিজিবি ক্যাম্পে আয়োজিত মতবিনিময় সভায় ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ জলিল, এম. সুলতান আলম, মদন মোহন ঘোষ, শোয়েব হোসেন, ফজলে এলাহী মাকাম, তানভীর আহমেদ হীরা, ফাতিউল হাফিজ বাবু প্রমুখ।
এ সময় বক্তারা সীমান্তে অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির পাশাপাশি সংবাদকর্মীদের ভূমিকা রাখার আহবান জানান।
গত ৪ মাসে ২ কোটি ৩২ লাখ ১৪ হাজার ৮৯৮ টাকার মাদক দ্রব্য, ভারতীয় গরুসহ অবৈধ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে বলে সভায় জানান ৩৫ বিজিবির অধিনায়ক।
বিডি-প্রতিদিন/ফারজানা