ঢাকা-চট্টগ্রাম রুটে কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে গোপাল নাথ দাস (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সদর দক্ষিণ উপজেলার দৈয়ারায় এই ঘটনা ঘটে।
গোপাল সদর দক্ষিণ উপজেলার দৈয়ারা গ্রামের শিবনাথ দাসের ছেলে। শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ একপ্রেসের নীচে তিনি কাটা পড়েন।
গোপাল নাথ দাসের মানসিক সমস্যা ছিলো বলে তার স্বজনরা জানায়। রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। রেল পুলিশ কুমিল্লা ফাঁড়ির ইনচার্জ মেজবাউল আলম চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করছেন।
বিডি প্রতিদিন/হিমেল