কুমিল্লা নগরী থেকে মোঃ লিটন (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব ১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ২ কুমিল্লার একটি দল তাকে গ্রেফতার করে।
শুক্রবার কোতয়ালী থানায় তাকে সোপর্দ করা হয়েছে। নগরীর টমছম ব্রিজ এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। লিটন ভোলা জেলার-দোলার হাট উপজেলার নীলকমল গ্রামের রুহুল আমিনের ছেলে। লিটন দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিলো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন