গাজীপুরের শ্রীপুরে কৃষাণীদের আর্থ-সামাজিক উন্নয়নে হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের (নারী আসন ৩১৪) এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসির নিজস্ব অর্থায়নে এসব বিতরণ করা হয়।
শুক্রবার বেলা ১১টায় শ্রীপুর পৌরসভার ‘শ্রীপুর ভবনে’ এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের চার’শ দরিদ্র ও দুস্থ নারীদের মাঝে এসব বিতরণ করেন। এসময় শীতবস্ত্রও বিতরণ করা হয়।
রুমানা আলী টুসি জানান, নারীদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে জীবনযাত্রার মানোন্নয়নে পুষ্টি, আমিষের চাহিদা পূরণ এবং নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে এসব বিতরণ করা হয়েছে। এসময় তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারি অনুদানের ৫০ হাজার টাকার ১৬টি চেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করেন।
শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বুলবুলের ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপিকা রুমানা আলী টুসি। এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল বিএ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ, শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সফিকুর রহমান সফিক, গাজীপুর জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম শিমুল ও আনোয়ার সরকার, বরমী ইউনিয় পরিষদের চেয়ারম্যান শামসুল হক বাদল সরকার, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিডি-প্রতিদিন/শফিক