কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত ক্তি ও তার আরোগ্য কামনায় দোয়া চাইলেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ।
শুক্রবার বাদ জুম্মা বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্তি উপলক্ষ্যে দোয়া মাহফিলের আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এ দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে অংশ নেন বগুড়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন , জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা মাহবুবর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, কেএম খায়রুল বাশার, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাহিন, মাফতুন আহমেদ খান রুবেল, তৌহিদুল আলম মামুন, মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল, সরকার মুকুল, ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, শ্রমিকদলের মোশারফ হোসেন স্বপন, মতিয়ার রহমান মতি, অধ্যক্ষ রফিকুল ইসলাম, মন্জুরুল হক মন্জু, রোস্তম আলী, আব্দুল খালেক, জাহাঙ্গীর মানিক, আবুল হোসেন প্রমুখ।
দোয়া পরিচালানা করেন অত্র মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল কাদের। এতে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মুসল্লিারা অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন