নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪৪৭ বোতল ফেনসিডিলসহ মো. নুর করিম (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি ট্রাক জব্দ করা হয়। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকে তল্লাশি করে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকেলে র্যাব-১১’র সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত মো. নুর করিমের বাড়ি ফেনী সদরের পূর্ব মধুপুর এলাকায়। সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। চালকের ছদ্মবেশে মাদক ব্যবসা ছিল তার একমাত্র পেশা।
জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/শফিক