পঞ্চগড়ে করতোয়া নদীর পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার রাজনগর এলাকায় এই ঘটনা ঘটে।
সুমাইয়া নামের শিশুটি ওই এলাকার সুবাহানের মেয়ে।
জানা যায়, বাড়ি থেকে কিছুদূরে করতোয়া নদী। নদীর পাড়ে খেলা করছিল সুমাইয়া। একসময় সবার অজান্তে নদীর পানিতে পড়ে যায় সে। পরে নদীতে গোসল করতে গিয়ে স্থানীয় কয়েকজন শিশুটিকে পানিতে ভাসতে দেখে। তারা তাৎক্ষণিক উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল