খাগড়াছড়ির মং সার্কেলের প্রয়াত রাজা পাইহলা প্রু চৌধুরীর একমাত্র ছেলে বর্তমান মং রাজা সাচিং প্রু চৌধুরীর বিবাহ অনুষ্ঠান শুক্রবার খাগড়াছড়িস্থ রাজবাড়িতে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বিবাহ অনুষ্ঠানকে ঘিরে আজ রাজবাড়ি এলাকায় মেলা বসে। নববধূ রাজরানী উখেংচিং মারমা ও রাজা সাচিং প্রু চৌধুরীকে বর বেশে দেখার জন্য দূর-দূরান্ত থেকে প্রজারা রাজবাড়িতে ভিড় করে। রাজবাড়ি এলাকায় দুইটি স্টেজ বসানো হয়। প্রথমে আমন্ত্রিত অতিথিদের খাবার পরিবেশন করা হয়। রাজা সাচিং প্রু চৌধুরী ও নববধূ রানী উখেংচিং মারমা সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাহাড়ের উচুঁ জায়গায় স্থাপিত স্টেজে অবস্থান করেন। এ সময় অতিথিরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে ভিআইপি ও আমন্ত্রিত অতিথিদের বসার স্থলের সামনে স্থাপিত স্টেজে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজা-রানী অবস্থান করেন।
এসময় ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। দুই স্টেজে অবস্থানরত অবস্থায় রাজা-রানীকে রাজার সিপাহী দল তলোয়ার হাতে নিয়ে কড়া নিরাপত্তায় রাখেন। অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমানসহ সরকারি-বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। রাজ মাতা মাধবীলতা চৌধুরী সার্বক্ষণিক আমন্ত্রিত অতিথিদের তদারকি করেন। প্রায় ১০ সহস্রাধিক লোকের সমাগম ঘটে এ বিয়ে অনুষ্ঠানে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন