মুজিববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধন দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার জামষাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজন আহমেদ মল্লিক সুমন। আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আহম্মেদ পাভেল, জাহাঙ্গীর আলম, দিদারুল আলম রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় ১২ জন মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন, আশরাফ আলী, মহরম আলী আকন্দ, গাজী শহীদুল ইসলাম, সার্জেন্ট তপন সূত্রধর, লিয়াকত আলী, সুধীর চন্দ্র সরকার, জয়নাল আবেদীন, মজলু মিয়া, রোকন উদ্দিন মাস্টার, আমির হোসেন, বজলুর রহমান ও আব্দুল মান্নান।
অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ার পারভেজ রনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন