বাগেরহাটের ফকিরহাটে মাওয়া-মোংলা মহাসড়কে নছিমন থেকে ছিটকে পড়ে চলন্ত প্রাইভেটকারের চাপায় পিষ্ট গুরুতর আহত লিপু শেখ (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে শুক্রবার দুপুর ১টার দিকে মৃত্যু হয়।
নিহত শ্রমিক লিপু শেখ বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আনাম জানান, শুক্রবার দুপুরে মাওয়া-মোংলা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা মোড়ে একটি দ্রুতগতির নছিমন থেকে ছিটকে পড়ে।
বিডি-প্রতিদিন/শফিক