‘ভাঙ্গা যত ভাঙাই থাকুক না কেন ভাঙ্গা থেকে চৌকি আদালত কোথাও যাবে না। মনে রাখতে হবে বঙ্গবন্ধুর পিতার এক সময়ের কার্যালয় (কর্মস্থল) ছিল এ আদালত। সব চৌকি আদালত যদি চলেও যায় ভাঙ্গার আদালত থাকবে।’ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক শুক্রবার বিকালে ভাঙ্গা আইনজীবী সমিতির লাইব্রেরি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন।
তিনি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে ভাগ্নে হিসাবে সম্বোধন করে মন্ত্রী আরও বলেন, ‘ভাগ্নেদের মামার বাড়ির আবদার বলে কথা আছে। আমার ভাগ্নে (নিক্সন চৌধুরী এমপি) যে প্রয়োজনের কথা আমাকে বলবেন, সেটাই আপনাদের দিয়ে যাব।’
‘আপনাদের আদালত ভবন দরকার?’ এ প্রশ্ন করে তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি চৌকি আদালত যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে ভবন নির্মাণের পরিকল্পনা করে ফেলেছি। ভাঙ্গার পুরাতন আদালত ভবন ভাঙা হবে না। কারণ এই ভবনে বঙ্গবন্ধুর পিতা কাজ করেছেন।’
ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ও ভাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জহুরুল হক মিঠুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার আলীমুজ্জামান প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক