টাঙ্গাইলের ঘাটাইলে বাসের চাপায় জমশের আলী (৭২) নামের এক ভিক্ষুক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার কদমতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জমশের আলী উপজেলার আঠারদানা উত্তর পাড়া এলাকার মৃত কামাল শেখের ছেলে।
এ ব্যাপারে ঘাটাইল থানার এসআই হাসান-উদ-দুল্লাহ বলেন, উপজেলার কদমতলী বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জমশের আলী। এ সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী অপরূপা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। নিহত জমশের আলী দীর্ঘদিন ধরে ভিক্ষা করতেন বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/হিমেল