বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের অপহৃত ছাত্রীকে ৭ দিন পর ঢাকার সাভার এলাকা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় গ্রেফতার করা হয় অপহরণকারী সজিব কুমার মালী, তার বাবা শ্যামল মালী ও মা কিরন রাণী মালীকে।
বৃহস্পতিবার রাতে ভিকটিম ও গ্রেফতারকৃতদের আদমদীঘি থানায় আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, আদমদীঘি উপজেলা সদরের আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও তালসন গ্রামের মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার যাওয়ার পথে সজিব মালী নামের এক যুবক তাকে প্রেম নিবেদন সহ নানা ভাবে উক্ত্যক্ত করে আসছিল। এঘটনায় মেয়ের বাবা সজিবের পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়। গত ৩০ জানুয়ারী বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আদমদীঘির সুরমা ক্লিনিকের গেটের সামনে থেকে একটি মাইক্রোযোগে জোরপূর্বক সজিব মালী তার সহযোগীরা মিলে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় উপজেলার কুন্দগ্রামের বাসিন্দা সজিব কুমার মালী তার বাবা শ্যামল মালী, মা কিরন রানীসহ ৫ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। তবে স্থানীয়রা বলছেন, অপহরণ নয় ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।
বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন জানান, পুলিশি অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ভিকটিমকে উদ্ধার ও সজিব মালী এবং তার বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল