বান্দরবানের লামায় “স্বেচ্ছাসেবী যুব সংগঠন” এর উদ্যোগে প্রথম বারের মতো পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন হয়েছে। ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’-এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার ভোর থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত লামা বাজারের প্রেসক্লাব গলিসহ কোর্ট বিল্ডিং এর আশপাশ এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।
লামা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুদ্দিন প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন।
লামা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নেন স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সদস্য মো. আরিফ, তোফিক, তাওহিদুল হোসেন, মো. হোসাইন, ইসমাইল সিকদার ও এমরান সহ ৩০ জন পরিচ্ছন্ন কাজে অংশ নেয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন