স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে উদ্বাস্তু মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দিয়েছে। তাদের প্রত্যাবাসন করাই আমাদের মূল লক্ষ্য। এ বিষয়ে আন্তর্জাতিক মহলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। পাশাপশি রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের জন্য সহযোগীতা বৃদ্ধি করতে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রী শুক্রবার উখিয়ায় বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্প-এ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দীন আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী শংকর চন্দ্র আচার্য্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: সাইফুর রহমান, অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন