কিশোরগঞ্জে ইয়াবাসহ আবু হানিফ নামে এক কারারক্ষীকে (কারারক্ষী নং ১২৭০৯) পুলিশ আটক করেছে। আজ শুক্রবার শহরের খড়মপট্টি এলাকার একটি বাসায় বসে ইয়াবা সেবনকালে পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপার বজলুর রশীদ জানান, কারারক্ষী আবু হানিফের বিরুদ্ধে আগে থেকেই মাদকের সাথে সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি মুন্সীগঞ্জ থেকে বদলী হয়ে সে কিশোরগঞ্জে এসেছে। মুন্সীগঞ্জেও নানা অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রয়েছে।
ইয়াবাসহ আটকের পর তাকে বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি কারা মহা পরিদর্শককে অবহিত করা হয়েছে বলে জানান কারাগারের সুপার।
বিডি প্রতিদিন/হিমেল