লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে আবদুর রহিম নামে এক মোটরসাইকল আরোহী নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা অপর মোটরসাইকেল আরোহী তার ছোট ভাই মানিক হোসেন গুরুতর আহত হয়ে এখন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের যাদৈয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম ও আহত মানিক সদর উপজেলার লাহারকান্দি গ্রামের ফজলুল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আবদুর রহিম ও মানিক মোটরসাইকেল যোগে লাহারকান্দি থেকে মান্দারী দিকে যাচ্ছিলেন। এসময় একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে দুইজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর পরে সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় হাসপাতালের র্কতব্যরত চিকিৎসক আবদুর রহিমকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আরাফাত