বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারাবরণের দুই বছর পূর্তি উপলক্ষে কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু,খবির উদ্দীন শাহ, ফরহদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম।
সমাবেশে বক্তারা, অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবি জানান ।
বিডি প্রতিদিন/হিমেল