বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদ কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় শিল্পী পিয়া বৈশ্যের একক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উদীচীর সঙ্গীত বিভাগ এ সঙ্গীতসন্ধ্যার আয়োজন করে।
অনুষ্ঠানে পিয়া বৈশ্য ‘ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায়’ গানটি দিয়ে তার পরিবেশনা শুরু করেন। এরপর তিনি পর্যায়ক্রমে ১৬টি নজরুলসঙ্গীত, লালনসঙ্গীত, জালালগীতি এবং রাধারমণ দত্ত, শাহ আব্দুল করিম ও জসীম উদ্দিন রচিত লোকসঙ্গীত পরিবেশন করেন।
এ সময় পিয়া বৈশ্যকে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন দোতারায় সারওয়ার কামাল রবিন, কিবোর্ডে অসিত ঘোষ, তবলায় সুব্রত রায় টিটু, বাঁশিতে মুখলেছুর রহমান, অক্টোপ্যাডে রূপম এবং গীটারে ইমরান আহমেদ।
উদীচীকর্মী মাসুদুর রহমানের সঞ্চালনায় গানের বিরতিতে পিয়া বৈশ্যের সঙ্গীতজীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন, ওস্তাদ নিখিল সরকার, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় সদস্য সারওয়ার কামাল রবিন, কবি স্বপন কুমার পালসহ অন্যরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ