বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফেরার আগেই শ্রীঘরে যেতে হল বর জহিরুল ইসলামকে। শুক্রবার রাত ৮টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রা এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট এর অফিস সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের বারেক হাওলাদারের ছেলে জহিরুল ইসলাম (২৮) ও একই উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের দেলোয়ার হাওলাদারের মেয়ে কালিকাপুর নূরিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী রাবেয়া বেগমের সাথে গোপনে কিছু দিন আগে বিয়ে হয়। শুক্রবার রাতে বরযাত্রী হয়ে বউ নিয়ে বাড়ি ফেরার পথে ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খন্দকারের বাড়ির সামনে থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় বরযাত্রীদের জিজ্ঞাসাবাদ শেষে বর জহিরুলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম আটক বর জহিরুল ইসলামকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় দুই মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়ে দেন।
বিডি প্রতিদিন/হিমেল