যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে ৩ কেজি ওজনের ৪০টি সোনার বারসহ দু’যুবককে আটক করেছে বিজিবি। আজ সকালে তাদের আটক করা হয়।
এরা হলেন ইকবল (৩০) ও রনি (২৮)। ইকবল বেনাপোলের বড়আঁচড়া টার্মিনাল পাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও রনি একই এলাকার আজিজুল মুন্সীর ছেলে। তারা চিহ্নিত চোরকারবারী বলে এলাকার একাধিক সূত্র নিশ্চিত করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদে বিজিবি শনিবার সকালে বড়আঁচড়া টার্মিনাল মোড় এলাকায় অবস্থান নেয়। সোর্সের মাধ্যমে পাচারকারীকে সনাক্ত করে দুই যুবক আটক করে বেনাপোল বাজার বিজিবি ক্যাাম্পের সদস্যরা। পরে ক্যাম্পে নিয়ে এসে তাদের দেহ তল্লাশী করে ৪০টি সোনার বার পাওয়া যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা ৪০টি সোনার বার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত সোনার ওজন ৩ কেজি ৪৯৪ গ্রাম। সোনার মূল্য প্রায় ২ কোটি ১৬ লক্ষ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল