ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় হাজী মার্কেটের সত্ত্বাধিকারী মাহবুবুর রহমান বকুল বিশ্বাস (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বকুল বিশ্বাস উপজেলা শহরের হাজি মোড়ের বাসিন্দা ও মৃত হাজি আহম্মদ আলী বিশ্বাসের ছেলে। তিনি এক সময় ঠিকাদারি করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে শৈলকুপার কবিরপুর পৌর এলাকায় দাঁড়িয়ে ছিলেন। সে সময় বেপরোয়াভাবে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, নিহত ব্যক্তির পরিবার থানায় অভিযোগ করলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন