ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ মোড়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে পৌর বাস টার্মিনাল।
শনিবার দুপুরে বাস টার্মিনালের যাত্রা উপলক্ষ্যে বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর-১ আসনের সাংসদ সাবেক জ্যেষ্ঠ সচিব মনজুর হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। পৌর মেয়র মোঃ মোজাফফার হোসেন মিয়া এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব খিজির আহম্মেদ, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসলাম মোল্যা, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, মধুখালি উপজেলার চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান,বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, বোয়ালমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা প্রমূখ।
গুরুত্বপূর্ণ ১৯টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইএনপিআইডিপি) আওতায় এলজিইডি ও বোয়ালমারী পৌরসভা যৌথভাবে কাজটি বাস্তবায়ন করেছে। টার্মিনালের জন্য এক একর তেত্রিশ শতাংশ জমি অধিগ্রহন বাবদ তিন কোটি চুয়ান্ন লাখ উনআশি হাজার তেইশ টাকা ব্যয় হয়। এছাড়া অবকাঠামো নির্মাণ ব্যয় হয় দুই কোটি বিশ লাখ সাইত্রিশ হাজার ছয় শত বায়ান্ন টাকা। টার্মিনালের সাতটি কাউন্টার বিভিন্ন দুরপাল্লা পরিবহন কোম্পানির অনুকুলে বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে এখন থেকে বোয়ালমারী পৌর শহরের ছোলনা মাদ্রাসা সংলগ্ন এলাকায় অস্থায়ী ভাবে দূরপাল্লার পরিবহন কাউন্টার সমূহ নতুন টার্মিনালে স্থানান্তর হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন