ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ প্রান্তের ট্রোলপ্লাজা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হবিগঞ্জের মাধবপুরের বাবুল মিয়ার ছেলে ইয়াছিন ও একই এলাকার আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, সিলেট থেকে মাদক ব্যবসায়ীর একটি চক্র ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ ট্রোলপ্লাজায় পুলিশ সদস্যরা সকালে অভিযান পরিচালনা করেন। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে ভেক ডালা থেকে চটের বস্তায় মোড়ানো ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে গাড়ির চালক ও মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম