শেরপুর গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের খরমপুরস্থ শেরপুর মিডিয়া সেন্টারে গাঙচিলের আহ্বায়ক কবি ও সাংবাদিক রফিক মজিদের সভাপতিত্বে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
আড্ডায় অমর একুশে বই মেলায় গাঙচিলের যৌথ এবং একক প্রকাশিত বিভিন্ন কবিদের গ্রন্থ নিয়ে আলোচনায় অংশ নেন সিনিয়র কবি ও ছড়াকার নুরুল ইসলাম মনি, রোজিনা তাসমিন, মহিউদ্দিন বিন জুবাইদ, মো. জাহাঙ্গীর আলম, গবেষক মো. আনিছুর রহমান আকন্দ, হাসান শরাফত, নুরুল ইসলাম নাযীফ, জান্নাতুল রিকসনা, জান্নাতুর ফেরদৌসী মিশু, হেনা আক্তার, এইচএম মুকুলসহ জেলার বিভিন্ন স্তরের কবি-সাহিত্যিকরা।
এবারের বই মেলায় ৯ জন গাঙচিল সদস্য কবি-সাহিত্যিকের ৩০ টি একক ও যৌথ গ্রন্থ প্রকাশিত হওয়ায় সংশ্লিষ্ট সকল কবিকে অভিনন্দন জানানোসহ নিজেদের মাঝে বই বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন