জমি গ্রহীতাদের সহজে সেবা প্রাপ্তি ও ভূমি রেজিষ্ট্রেশন সম্পর্কে জনসচেতনতার লক্ষ্যে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“মুজিব বর্ষের অঙ্গিকার, সাব-রেজিষ্ট্রার হবে জনতার” শ্লোগানকে সামনে রেখে আজ সকালে শৈলকুপা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাইসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারী দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তারা, ভূমি রেজিষ্ট্রেশনে হয়রানি ও ঘুষমুক্ত সেবা দিতে কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
এর আগে সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে জমি গ্রহীতার সুবিধার্থে বিলবোর্ডের উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল