শেরপুরে নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল ভবনের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার হাসপাতাল ভবনের কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ হষহত মো. আতিউর রহমান। এ উপলক্ষে হাসপাতাল ভবনে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী শেরপুরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ করা হয়েছে। আজ থেকে এর কার্যক্রম শুরু হলো। এখান থেকে রোগীরা উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যরা নবনির্মিত হাসপাতাল ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় হাসপাতাল সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ সরকার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন