দিনাজপুরে ১০ টাকার বিনিময়ে মাসব্যাপী শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা প্রদান করবে স্কুল হেল্থ সার্ভিস প্রোগ্রাম।
শনিবার সেফ লিমিটেডের আয়োজনে বিরল উপজেলার বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের ফ্রি স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে এই স্কুল হেল্থ সার্ভিস কর্মসূচি উদ্বোধন করা হয়।
সেফ লিমিটেডের এমডি মো. বদিউজ্জামান বলেন, আমি ব্যবসার মানসিকতা নিয়ে এই প্রোগ্রাম বাস্তবায়ন করছি না। শুধু স্কুলগামী শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা প্রদান ও পরিচর্যা করতে এই কর্মসূচি সারা দেশে বাস্তবায়ন করতে যাচ্ছি। মাত্র ১০ টাকার বিনিময়ে সারা মাস শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা প্রদান করা পৃথিবীতে আর কোনো দেশে আছে বলে জানি না।
তিনি বলেন, আমাদের এই শিক্ষার্থীরা একদিন রাষ্ট্রের কর্ণধার হবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাদের উৎসাহ এবং সহযোগিতা ছাড়া এই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নয়।
বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্কুল হেল্থ কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক, সেফ লিমিটেডের এমডি মো. বদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ডা. তানজিলা আক্তার তিমু ও ডা. মাহবুব আজাদ।
বিডি প্রতিদিন/আল আমীন