বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে শহরের স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সহসভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডবোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা মঞ্জুর কাদের বাবুল খান, লোকমান আহামেদ খান লোটন, সজিব খান, মাইনুদ্দিন বাবুল প্রমুখ। এ সময় খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
বক্তারা বলেন, স্বেচ্ছায় খালেদা জিয়াকে মুক্তি না দিলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সরকারের পতন এবং খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে।
বিডি প্রতিদিন/আল আমীন