গত তিন ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং অনার্স তৃর্তীয় বর্ষ পরীক্ষা একযোগে সারা দেশের ন্যায় নেত্রকোনায়ও শুরু হয়েছে। পাশাপাশি জানুয়ারি মাস থেকে শুরু হওয়া শিল্প ও বাণিজ্য মেলাও চলছে শহরের প্রাণকেন্দ্র মোক্তারপাড়া মাঠে। যে মাঠের পাশ ঘেষা সরকারি মহিলা কলেজ। যেখানে পড়েছে পরীক্ষা কেন্দ্রও। এর ১০ গজ দূরেই এসএসসি মূল কেন্দ্র আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়।
মেলায় বিভিন্ন ব্যবসায়িক স্টলের পাশাপাশি সার্কাস (হোন্ডা মৃত্যুকুপ) সহ বিনোদনের বেশ কিছু আইটেম চলছে জমাজমাট। এতে বিশেষ করে মহিলা কলেজে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা পড়েছেন বেশি বিপাকে। পরীক্ষা চলাকালীন সময়েও সার্কাসের ভয়াবহ শব্দে তাদের বেঘাত ঘটে পরীক্ষায়। অভিভাবকরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থা ও প্রেসক্লাব সহ জেলা প্রশাসনের আয়োজনে গত ১৭ জানায়ারি রাতে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। নেত্রকোনা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবু নাসের মিলু জানান, মেলায় ১০ টি রাইড সহ ৭১ টি স্টল রয়েছে। মাসব্যাপী এই মেলার সময় কমিয়ে পরবর্তীতে ১৫ দিনের জন্য শুরু হয়েছিল। এখন আরো ১৫ দিন বর্ধিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন