বাগেরহাটের কচুয়ায় স্ত্রীর লাঠির আঘাতে স্বামী মোকসেদ মল্লিক (৫৫) নিহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, মোকসেদ মল্লিক কাজ শেষে বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে বারান্দায় বসে পান খাচ্ছিলেন। এসময়ে হঠাৎ পিছন দিক থেকে তার স্ত্রী এমিলি বেগম (৫০) লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সফিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন