নেই জনবল, রোগীর শয্যা, ডাক্তার বসার আসবাপত্র,পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি। তবু বহু প্রতীক্ষিত শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কার্যক্রম শুরু হলো।
শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই হাসপাতালের কার্যক্রমের উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।
এ উপলক্ষে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ার রউফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল, বিএমএ’র সভাপতি এম এ বারেক তোতা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়ের আহম্মেদ, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্বাচিপ’র সভাপতি ডা. নাদিম হাসান প্রমুখ। পরে হুইপ আতিকসহ আমন্ত্রিত অতিথিরা হাসপাতালটি পরিদর্শন করেন এবং হাসপাতাল চত্বরে ফলের গাছ লাগান।
দোয়া মাহফিল শেষে হুইপ আতিউর রহমান আতিক সাংবাদিকদের বলেন, নতুন এই অত্যাধুনিক হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, পুরুষ ও নারীদের অপারেশনসহ নানান সুযোগ-সুবিধা পাওয়া যাবে। তিনি বলেন আশা করছি অচিরেই আমাদের স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন করে সমস্যার সমাধান করবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন