বাগেরহাটে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দি দ্বিতীয় বর্ষপূর্তি দিবসে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ শনিবার সকালে বিক্ষোভ মিছিল শেষে মেইন রোডে দলীয় কার্যালয় চত্তরে এক সমাবেশের আয়োজন করা হয়।
জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ মুজিবুর রহমান।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা সৈয়দ নাছির আহাম্মেদ মালেক, ওহিদুল ইসলাম পল্টু, মোল্লা ইসহাক আলী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, খাঁন মতিয়ার রহমান, আহসান হাবিব ঠানন্ডা, জেলা যুবদলের সভাপতি হারুন আল রশিদ, সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা, কাজী মনোয়ার হোসেন, নেয়াজ মো. গোলাম রসুল, মোল্লা আতিকুর রহমান রাসেল, মাষ্টার শাহ্ আলম হালাদার প্রমুখ।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ