বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেছেন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যদি মুক্ত থাকতেন বাংলাদেশ বন্দি থাকত না, থাকত না এতটা দুর্বল আর নতজানু হয়ে। খালেদা জিয়ার একটাই অপরাধ তিনি জনপ্রিয়। তাই সরকার তাকে ভয় পায়। সরকার খালেদা জিয়ার মিথ্যা মেডিকেল রিপোর্ট দিয়ে সঠিক চিকিৎসা করাচ্ছে না। আমরা আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবো।
শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের দুই বছর পূর্তির দিনে তার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে বগুড়া শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির কর্মীদের যেকোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য দেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি নেতা জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান ও আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, মোশারফ হোসেন চৌধুরী, কেএম খায়রুল বাশার, হামিদুল হক চৌধুরী হিরু, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট সোলাইমান আলী, মাফতুন আহম্দে খান রুবেল, খাদেমুল ইসলাম খাদেম, এবিএম মাজেদুর রহমান জুয়েল, আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, নাজমা আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম