বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বর্তমান সরকার আইনের অপব্যবহার করছেন। আর সে কারণেই বেগম খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না। কঠোর আন্দোলন করেই তাকে মুক্ত করতে হবে। তাই আগামীতে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।
শনিবার দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ২ বছর কারাবন্দী দিবস উপলক্ষে নরসিংদী জেলা বিএনপির বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশি বাধায় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সহ-সভাপতি অ্যাডভোকেট বাছেদ, যুগ্ম-সম্পাদক হারুন অর রশীদ, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুকউদ্দিন ভুইয়া, জেলা বিএনপির দফতর সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদুৎ, যুগ্ম সম্পাদক দিদার হোসেন, শহর বিএনপির যুগ্ম সম্পাদক কবির হোসেন প্রমুখ।
এসময় ডা. নাসিরউদ্দিন সরকার, আওলাদ হোসেন মোল্লা, রফিকুল ইসলামসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম