শরীয়তপুরের জাজিরায় পদ্মার দুর্গম চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে শনিবার পদ্মা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০০ ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
জাজিরার কুন্ডেরচর ইউনিয়নের বন্ধুকমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানুষের হাতে কম্বল তুলে দেন পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল সরকার, ডিএসবির পরিদর্শক (ডিআই ওয়ান) আজহারুল ইসলাম, কুন্ডেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ব্যাপারী, সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন মলিক প্রমূখ। বন্ধুকমারা এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে। সেখানে ২০ একর জমি পরিদর্শন করেন পুলিশ সুপার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন