বগুড়া জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, মাদকের সাথে সম্পৃক্তরা দলে থাকতে পারবে না। উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহীরা দলে থাকলেও পদ-পদবি পাবে না। দলীয় শৃঙ্খলা অক্ষুন্ন রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংগঠন শক্তিশালী করতে হবে। প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে না।
শনিবার সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ত্যাগী, তৃণমূলের মানুষের কাছে আস্থাশীল এমন ব্যক্তিকে নেতৃত্বে আনাসহ সংগঠন শক্তিশালী করার আহবান জানিয়ে আগামী ১৫ মার্চের মধ্যে বগুড়ার ৪ উপজেলার সম্মেলনের নির্দেশনা প্রদান করেন।
কামাল হোসেন আরও বলেন, দেশের বিরুদ্ধে ও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সাংগঠনিক শক্তি দিয়ে তা প্রতিহত করতে হবে। দলে যতই প্রতিযেগিতা থাকুক ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। খালেদা জিয়া আগুন সন্ত্রাস করে গণতন্ত্রকে হত্যা করেছে। তথাকথিত অবরোধের নামে সন্ত্রাস করে ক্ষমতায যাবার স্বপ্ন দেখেছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন।
প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু’র সঞ্চালনায় সভায় উপজেলার নেতৃবৃন্দ সাংগঠনিক অবস্থা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত) সাখাওয়াত হোসেন সফিক, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, জিয়াউল করিম শ্যাম্পু, আজিজুল হক, মিজানুর রহমান খান সেলিম, টি আই এম নুরুন্নবী তারিক, রফিকুল ইসলাম, আহসান হাবিব আম্বিয়া, আব্দুস সালাম ভোলন প্রমুখ।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতা ম. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলুসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক