কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। শহরের পাওয়ার হাউজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে উদ্দেশ্যে রওয়ানা হলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকনের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট এম এ করিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুল হক মঞ্জু, আলী আজ্জম, জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন, জেলা ছাত্র দলের সভাপতি শেখ মো. হাফিজুল্লাহ, সাধারণ সম্পাদক মো. ফুজায়েল ও ছাত্রদল নেতা আজহার হোসেন চৌধুরী দিদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জনগণের প্রিয় নেতা বেগম খালেদা জিয়াকে দুই বছর ধরে অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছে। গণআন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম