নরসিংদীতে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নির্মূলে ওপেন হাউজ ডে পালন করেছেন নরসিংদী মডেল থানা পুলিশ। আজ শনিবার বিকেলে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার, পিপিএম)।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, পুলিশ সদস্যরা যদি অন্যায়ে গা ভাসায়,তাহলে তাদেরকেও ছাড় দেয়া হবে না। পুলিশ যদি অহয়েতুক কাউকে হয়রানি করে তাহলে আমাকে জানাবেন। তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে সব সমই পুলিশ তৎপর রয়েছেন। তারপর মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমূল করতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ