কুমিল্লার নাঙ্গলকোটের তুলাতলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহজাহান মজুমদার। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারি সচিব কে.এম সিংহ রতন।
বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাসুদ আলম মজুমদার, ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, মৌকরা ইউপি সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম আলমগীর, মুক্তিযোদ্ধা ডা. শফিকুর রহমান, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মজুমদার।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক আলী আক্কাস, পরিচানা পর্ষদ সদস্য নজরুল ইসলাম ভূঁইয়া, কাজী আব্দুল লতিফ, কামাল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন